রমজানের প্রথম সপ্তাহে নেত্রকোণায় চাঞ্চল্যকর ৪ হত্যা

পুলিশ সুপার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিং

রমজানের প্রথম সপ্তাহে নেত্রকোণায় চাঞ্চল্যকর ৪ হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

রমজানের প্রথম সপ্তাহেই নেত্রকোণার বিভিন্ন স্থানে অন্তত ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়রা উদ্বিগ্ন হলেও দ্রততম সময়ে আসামি গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি রয়েছে।

চলতি রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সমানে রেখে শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন স্থানে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, শাহেদ আলী পাঠান (ক্রাইম) লুৎফুর রহমান (ডিএসবি) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গেল ১৪ মার্চ নেত্রকোণার মোহনগঞ্জ হাওরে ঝিনাইদহের বাসিন্দা ঢাকা সাভারের পাঠাও চালক সাইফুল ইসলাম হত্যাকান্ডে জড়িত অন্তর আহমেদ শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে খাটপুরা গ্রামে পারিবারিক কলহে স্ত্রী রুবিনা আক্তার হত্যাকাণ্ডে জড়িত স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়াও মদনে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে টেটা বল্লমের আঘাতে শিশু সজিব নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে (১০ মার্চ) প্রেম সংক্রান্ত ঘটনায় পূর্বধলায় সোনিয়া আক্তার সুইটি হত্যাকাণ্ডে জড়িত প্রেমিক এনামুল হককে গ্রেপ্তার করে আদালতে জবানবন্দিসহ হাজতে পাঠানো হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক