জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৭ মার্চ) সকালে ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাঙালির অগ্রযাত্রার বাতিঘর হিসেবে সবসময় প্রেরণা জুগিয়ে যাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শ্রদ্ধা জানানোর পর জাতির পিতাকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগসহ বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

news24bd.tv/ab