ওজনে কম দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

ওজনে কম দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

আধুনিক উপায়ে ওজনে কম দিয়ে পাইকারদের সাথে প্রতারণা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, গ্রাম থেকে পাইকাররা রাজধানীতে বিভিন্ন পণ্য নিয়ে আসলে প্রতারকরা তা ওজন করার সময় রিমোট কন্ট্রোল ব্যবহার করে দূর থেকে নিয়ন্ত্রণ করে ওজন কমিয়ে দেয়। মূলত দারাজ থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে গাপছি নামক এই ওজন মাপার মেশিন তৈরি করতো প্রতারক নিজেরাই।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দীর্ঘদিন থেকে এমন অভিযোগ পেয়ে কাপ্তান বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল টিম।

রাজধানীতে এমন প্রতারণার সাথে যুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ডিবি প্রধান।

news24bd.tv/ab