বমি করলে কি রোজা ভেঙ্গে যায়?

প্রতীকী ছবি

বমি করলে কি রোজা ভেঙ্গে যায়?

মুফতী শিহাবুদ্দিন ইবনে ফরিদ

পবিত্র রমজান হলো সিয়াম সাধনার মাস। প্রত্যেক মুসলিম মুমিনদের ওপর রোজা ফরজ করেছেন মহান আল্লাহ তা'আলা। রোজা রেখে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে কী রোজ ভেঙ্গে যাবে? এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

রোজা অবস্থায় মুখ ভরে বমি হলেও রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে।

ইচ্ছাকৃত মানে মুখে আঙ্গুল দিয়ে এভাবে কোনো পদ্ধতিতে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে।

হাদিস শরিফে এসেছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তাকে সে রোজা কাজা করতে হবে না (অর্থাৎ তার রোজা ভাঙবে না)। আর যে ইচ্ছাকৃত বমি করবে, সে যেন রোজার কাজা করে। (তিরমিজি)

প্রতিষ্ঠাতা পরিচালক তা'লীমুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা ঢাকা- ১২১২, ইমাম প্রেস ইউনিট মসজিদ ঢাকা, বসুন্ধরা।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক