তৃতীয় ওয়ানডেতে লঙ্কান দল থেকে ছিটকে গেলেন মাদুশঙ্কা

শ্রীলঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা (সংগৃহীত ছবি)

তৃতীয় ওয়ানডেতে লঙ্কান দল থেকে ছিটকে গেলেন মাদুশঙ্কা

অনলাইন ডেস্ক

আগামীকাল তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগেই শ্রীলঙ্কার জন্য এলো দুঃসংবাদ। ইএসপিএন ক্রিনইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লঙ্কান দল থেকে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।

রোববার (১৭ মার্চ) দেশটির ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছে, মাদুশঙ্কার বাঁ পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে।

এক্স-রে'র একটি রিপোর্টের মাধ্যমে তা ধরা পড়েছে। শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছেন, আমরা এখনো বলতে পারছি না যে, ওর ইনজুরি কাটিয়ে উঠতে কিরকম সময় লাগতে পারে।

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিজের সপ্তম ওভারে বল করতে গিয়ে চোট পান মাদুশঙ্কা। তাই তৃতীয় ওয়ানডেতে এই বাঁহাতি পেসারকে আর সঙ্গে পাচ্ছেনা শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে দুটি ওয়ানডেতে দুটি করে উইকেট শিকার করেছেন মাদুশঙ্কা।

আরও পড়ুন: নিশাঙ্কার সেঞ্চুরিতে টাইগারদের হার, দীর্ঘ হলো সিরিজ জয়ের আক্ষেপ

জানা গেছে, আগামী ২২ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচও মিস করতে পারেন মাদুশঙ্কা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার কথা রয়েছে তার।

news24bd.tv/সুদীপ