ইফতারে রাখুন দইবড়া, দেখে নিন রেসিপি  

সংগৃহীত ছবি

ইফতারে রাখুন দইবড়া, দেখে নিন রেসিপি  

অনলাইন ডেস্ক

ইফতারে হরেক রকম আয়োজনের সঙ্গে রাখতে পারেন দইবড়া। কীভাবে বানাবেন রেসিপি দেখে নিন নিম্নে- 

দইবড়া বানাতে যা যা লাগবে

উপকরণ ১: কাঁচা মাষকলাইয়ের ডাল এক কাপ, আদাবাটা এক চা-চামচ, রসুনবাটা এক চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ছয়টি।

উপকরণ ২: টক দই দুই লিটার, সাদা গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, ধনে টালা গুঁড়া এক চা-চামচ, জিরা টালা গুঁড়া এক চা-চামচ, পাঁচফোড়ন টালা গুঁড়া এক চা-চামচ, মরিচ টালা গুঁড়া এক চা-চামচ, পোস্তদানাবাটা এক চা-চামচ, বিট লবণগুঁড়া এক চা-চামচ, চিনি আধা কাপ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতাকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি পরিমাণমতো, আদাকুচি দুই টেবিল চামচ।

প্রণালি

মাষকলাইয়ের ডাল সাত থেকে আট ঘণ্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার উপকরণ ১-এর বাকি সব উপকরণের সঙ্গে ব্লেন্ডার অথবা শিলপাটায় মিহি করে বেটে নিন। খুব ভালো করে ফেটিয়ে গরম ডুবো তেলে বড়া ভেজে নিতে হবে। এরপর লবণ পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এরপর উপকরণ ২-এর সব উপকরণ একসঙ্গে ফেটিয়ে নিতে হবে।
এবার বড়াগুলো লবণ পানি থেকে হালকা হাতে চিপে উঠিয়ে দইয়ের মিশ্রণে ডুবিয়ে দিতে হবে। পরিবেশনের আগে আদাকুচি, কাঁচা মরিচকুচি ও পুদিনা পাতাকুচি দিতে হবে।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক