দল থেকে বাদ লিটন, ডাক পেলেন জাকের আলী

লিটন দাসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জাকের আলী (সংগৃহীত ছবি)

দল থেকে বাদ লিটন, ডাক পেলেন জাকের আলী

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দলে নিজেকে মেলে ধরতে না পারায় টাইগার ওপেনার লিটন দাসকে বাদ দিয়ে জাকের আলী অনিককে দলে নিয়েছে বিসিবি।  বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ওয়ানডে দলে জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, এখন সিরিজ সমতায় রয়েছে। আমরা বিশ্বাস করি মিডল অর্ডারে জাকেরের অন্তর্ভুক্তি দলের জন্য বেশি সম্ভাবনা তৈরি করবে।

সেই বিচারে স্কোয়াডে দুজন ওপেনারের কথা মাথায় রেখেছি।

এর আগে বিসিবির এক বার্তায় আশরাফ হোসেন লিপু জানান, ‘যেহেতু সিরিজটা চলছে, সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা হয়তো জানেন যে লিটন কুমারের পরও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিমকে।

যারা ওপেন করতে পারেন। তারা ওপেনিং রোলেই খেলে থাকেন। এবং সৌম্য সরকার, আরেকজন ওপেনার আছেন। ’

আরও পড়ুন: তানজিম সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ: বিসিবি

উল্লেখ্য, দুই ওয়ানডেতেই শূন্য রানে আউট হয়েছিলেন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরা লিটন পরের ম্যাচে ৩ বল খেলে শূন্য রানে আউট হন।

news24bd.tv/সুদীপ