সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে টাইগাররা

সংগৃহীত ছবি

সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে টাইগাররা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলই ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে সমতায় রয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ নির্ধারণী ম্যাচে সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের এই লড়াইয়ের উপর নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।

একদিকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করে এগিয়ে রয়েছে লঙ্কানরা।

অন্যদিকে ওয়ানডে সিরিজে  সমতা আনার পর ঘরের মাঠে কোনোভাবেই সিরিজ হাতছাড়া করতে চাচ্ছেন না স্বাগতিকরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে বাংলাদেশ দল থেকে ছিটকে যাওয়া তানজিম সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে দলে নিজেকে মেলে ধরতে না পারায় টাইগার ওপেনার লিটন দাসকে বাদ দিয়ে জাকের আলী অনিককে দলে নিয়েছে বিসিবি।

অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লঙ্কান দল থেকে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

news24bd.tv/এসসি