রেল যোগাযোগ স্বাভাবিক হলেও উদ্ধার হয়নি ৯ বগি

রেল যোগাযোগ স্বাভাবিক হলেও উদ্ধার হয়নি ৯ বগি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন লাইনচ্যুতে ঘটনায় রেল চলাচল স্বাভাবিক হলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি একটি বগিও। তবে ট্রেনের ১৮ বগির মধ্যে লাইনে থাকা ৯ বগি ও ইঞ্জিন সরিয়ে হাসানপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন এসব তথ্য জানান। রোববার বেলা ২টার দিকে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে একটি এবং আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়।

এ দুটি দল উদ্ধার কাজ শুরু করে ৭টার দিকে।

রোববার সন্ধ্যায় প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর লাইনে থাকা ৯টি বগি এবং ট্রেনের ইঞ্জিন লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাসানপুর রেলওয়ে স্টেশনে। তবে লাইনচ্যুত হওয়া ৯ বগির এখনও সচল করা সম্ভব হয়নি।

হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মঙ্গি মারমা বলেন, উদ্ধার কাজ চলছে।

বগিগুলো খুব বাজেভাবে লাইনচ্যুত হওয়ায় কিছুটা সময় লাগতে পারে।

রোববার (১৬ মার্চ) বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সাথের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত থাকলেও কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক