মদ্যপানের উপর নিয়ন্ত্রণ থাকত না, জানালেন জাভেদ আখতার

জাভেদ আখতার (সংগৃহীত ছবি)

মদ্যপানের উপর নিয়ন্ত্রণ থাকত না, জানালেন জাভেদ আখতার

অনলাইন ডেস্ক

ভারতের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার সবসময়ই খোলামেলা আলোচনা করে আলোচনার শীর্ষে থাকেন। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সবসময় সোজাসাপ্টা উত্তর দিয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০ বছর বয়স থেকেই নাকি মদ্যপান করেন তিনি। ৪২ বছর বয়সে গিয়ে তিনি তার এই অভ্যাসের ইতি টেনেছিলেন।

কিন্তু ওই সময়টায় এক বোতল মদ শেষ করতেন তিনি। তিনি জানান, উর্দু কবিদের মধ্যে এই অভ্যাসের প্রচলন ছিলো। সেটাকে আমি অনুসরণ করতাম। যদিও এখন আমার ভুলটা বুঝতে পারছি।

চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে নিজের অতিরিক্ত মদপানকেই দায়ী করেছেন জাভেদ আখতার। বর্ষীয়ান এই অভিনেতা আরও জানান, মদ্যপানের পর তার নিজের উপর আর নিয়ন্ত্রণ থাকত না। হয়ে যেতেন অন্যরকম মানুষ। খারাপ ভাষা ব্যবহার করতেন। তার মতে, মদ্যপানে আসক্ত না থাকলে তার সঙ্গে হানির সম্পর্ক অন্যরকম হত।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। কিন্তু এখনো তিনি হানির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলেন বলে উল্লেখ করেন তিনি।

news24bd.tv/এসসি