সরকার ক্ষমতায় আছে ভারতের সহযোগিতায়: গণতন্ত্র মঞ্চ

বর্তমান সরকার ভারতের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সরকার ক্ষমতায় আছে ভারতের সহযোগিতায়: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার ভারতের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার (১৮ মার্চ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত তিন ঘন্টার অবস্থান কর্মসূচিতে জোটের নেতারা এই কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রীয় মদদে সারাদেশে দুর্বৃত্তপনা চলছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ যারা সিন্ডিকেটের সদস্য তারা সরকারের লোক, সংসদ সদস্য।

বাজার, সিন্ডিকেট ও সরকার মিলেমিশে একাকার। সারাদেশে নৈরাজ্য চলছে। এই সরকার যতদিন থাকবে ততোদিনই নৈরাজ্য চলবে।

সাইফুল হক আরও বলেন, ওবায়দুল কাদের ভারতের প্রতি আনুগত্য ও দাসত্ব প্রকাশ করছেন।

মানুষকে ভারতের প্রতি অনুগত করে ফেলা এই সরকার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। তারা দেশকে গভীর সংকটে ফেলেছে। জনগণ এই সরকারকে কানে ধরে বিদায় করবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সাত-আটজন ব্যবসায়ীর হাতে পুরো বাজার জিম্মি। তারা নিজেরাই ফ্যাক্টরিতে আগুন দিয়ে দাম বাড়াচ্ছে। বাজার সিন্ডিকেটের সবাই আওয়ামী লীগের লোক। যদি সিন্ডিকেটে বিএনপি জড়িত থাকে তাহলে তাদের নাম প্রকাশ করুন।

গরীব মানুষকে মাসে এক হাজার করে টাকা দেয়ার দাবী তুলে মান্না বলেন, রেশনিং ব্যবস্থা চালু করুন। ভারতের কাছে জানতে চাই, আপনারা কী সরকারকে সহযোগিতা করেছেন? যদি উত্তর না হয়, তবে বুঝবো ৪২০ সরকারের সাথে আপনারা আছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরি করতে কৌশলে উবার চালককে হত্যা

সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মান্না বলেন, ডাকাতদের মদদ দিয়ে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় তাদেরকে জনগণ ক্ষমা করবেনা।

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এস আলম গ্রুপ পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। যারা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের পদত্যাগ করা উচিত। সিন্ডিকেটের সদস্যদের কোলে বসিয়ে সরকার কমিশন নিচ্ছে। বিরোধী দল দমন করতে এই সরকার নিজেদের তৈরি সিন্ডিকেটের দায় অন্যের ওপর চাপাতে চায়। এজন্য তাদের ভারতের সহযোগিতা লাগে ক্ষমতায় থাকতে।

এ সময় ভারতের সাথে বাংলাদেশ সরকারের কিধরণের বোঝাপড়া হয়েছে টা জানতে চান সাকি।

news24bd.tv/ab