সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩৬ রান

সংগৃহীত ছবি

সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩৬ রান

অনলাইন ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২৩৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। সোমবার (১৮ মার্চ) তৃতীয় এবং শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ২৩৬ রান।

বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলই ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে সমতায় রয়েছে। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করা লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে তেমন একটা সুবিধা করতে পারেননি লঙ্কান ওপেনাররা। টাইগার পেসার তাসকিন দলের জন্য উড়ন্ত সূচনা করেন। দলীয় ১৫ রানের মাথায় লঙ্কান দুই ওপেনারকে সাজঘরে ফেরান তাসকিন। মুস্তাফিজও আজ দেখিয়েছেন তার বলের ধার।

চোট পেয়ে মাঠ ছাড়ার আগে নিয়েছেন দুইটি উইকেট।

শেষমেশ শ্রীলঙ্কার হয়ে একা লড়াই চালিয়েছেন জানিথ লিয়ানাগে। সেঞ্চুরি হাঁকান তিনি। নির্ধারিত ৫০ ওভারের শেষ বলেই অলআউট হয় সফরকারীরা। তার আগে ২৩৫ রান সংগ্রহ করে তারা।

ওয়ানডে সিরিজে সমতা আনার পর ঘরের মাঠে কোনোভাবেই সিরিজ হাতছাড়া করতে চাচ্ছেন না স্বাগতিকরা।

news24bd.tv/এসসি