রেস্তোরাঁ ব্যবসার সকল অব্যবস্থাপনার দায় সরকারের: মালিক সমিতি

রেস্তোরাঁ ব্যবসার সকল অব্যবস্থাপনার দায় সরকার ও রাষ্ট্রযন্ত্রের বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি।

রেস্তোরাঁ ব্যবসার সকল অব্যবস্থাপনার দায় সরকারের: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

রেস্তোরাঁ ব্যবসার সকল অব্যবস্থাপনার দায় সরকার ও রাষ্ট্রযন্ত্রের বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে  সমিতির মহাসচিব ইমরান হাসান এই অভিযোগ করেন।

আরও পড়ুন: সরকার ক্ষমতায় আছে ভারতের সহযোগিতায়: গণতন্ত্র মঞ্চ

ইমরান বলেন, সকল বৈধ কাগজ থাকার পরও সরকারি সংস্থাগুলো গায়ের জোরে অভিযান চালাচ্ছে। বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর এ পর্যন্ত ২৩০টির মত রেস্তোরাঁ সরকারি সংস্থা অভিযানের নামে বন্ধ করেছে।

প্রায় ৮০০ এর মতো রেস্তোরাঁ মালিকেরা ভয়ে বন্ধ রেখেছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গাইডলাইন তৈরি করে এক বছর সময় দিয়ে রেস্তোরাঁগুলোতে শৃঙ্খলা ফেরানোর কাজ করতে হবে। যদি রোজার মাসে রেস্তোরাঁগুলো চালু করা না যায় তাহলে ঈদের আগে কর্মচারীদের বেতন বোনাস দেয়া সম্ভব হবে না।

news24bd.tv/ab