কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইমা থেকে নেক্সাস টিভির বিজ্ঞাপন প্রধানের সদস্যপদ প্রত্যাহার

নেক্সাস টিভি ও ইমার লোগো

কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইমা থেকে নেক্সাস টিভির বিজ্ঞাপন প্রধানের সদস্যপদ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা) থেকে নিজের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন নেক্সাস টেলিভিশনের হেড অব মার্কেটিং সিবলী সাদেক কামরুল। সোমবার (১৮ মার্চ) ইমার সভাপতি বরাবর লেখা চিঠিতে এ ঘোষণা দেন তিনি।  

ওই চিঠিতে সিবলী সাদেক উল্লেখ করেন, ‘ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মার্কেটিং বিভাগের চাকরীজীবীদের অন্যতম সংগঠন ইমা। ইলেকট্রনিক মিডিয়ার মার্কেটিং বিভাগে চাকরির সুবাদে শুরু থেকেই আমি এই সংগঠনের সদস্য।

বর্তমানে আমি নেক্সাস টেলিভিশনের হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত আছি। ইমার গত কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সংগঠনটি প্রায় ৮ বছর হয়ে গেলেও যে সব লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সে সব লক্ষ্যে কোনো কার্যকারী ভূমিকা রাখতে পারেনি বলে আমি মনে করি। ’

তিনি বলেন, ‘ইমা-ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্টে নেক্সাস টেলিভিশন অংশগ্রহণ করে ইমা’র সব সদ্যসের বিনোদনের জন্য।

গ্রুপ পর্যায়ে প্রথম খেলায় গান বাংলা টিভির সঙ্গে নেক্সাস টিভির খেলা হয়। খেলায় গান বাংলা টিভির খেলোয়াড়দের দেখে সন্দেহ হলে নেক্সাসের ক্যাপ্টেন সূপক কুন্ডু খেলা চলাকালীন ইমার সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেন। পরে নিউজ টোয়েন্টিফোর টিভির ভিডিও ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমি নেক্সাস টিভির পক্ষে ওই প্রমাণসহ ৯ মার্চ, ২০২৪ তারিখে লিখিতভাবে অভিযোগ দায়ের করি। নিউজ টোয়েন্টিফোর ও নেক্সাস টিভির অভিযোগ তদন্তের সময় অভিযোগকারীদের কোনো কথা না শুনে নির্বাহী কমিটি নিজেরা আলোচনা করে খেলা চালু রাখে এবং গান বাংলা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়; অথচ এখন পর্যন্ত ওই অভিযোগের কোনো উত্তর পাইনি । ’ 

নেক্সাস টিভির বিজ্ঞাপন প্রধান আরও বলেন, ‘ইমা’র নির্বাহী কমিটির এ ধরনের আচরণে আমি ইমা থেকে আমার সদস্য পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে এই সংগঠনের সাথে আমার কোনো দায়-দায়িত্ব থাকবে না। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) সদস্যদের জন্য শুভ কামনা। ’ 

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক