গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের হামলা

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক

গাজার আল শিফা হাসপাতালে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে হাসপাতালটিতে সুনির্ধিষ্ট অভিযান চালানোর কথা জানায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি হাসপাতালটিতে আটকা পড়ে আছেন। খবর আল জাজিরার।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজায় হামলার পরিমাণ কমিয়ে দেয়ার পর অতি সম্প্রতি এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী আল শিফা হাসপাতালের ভেতরে হামাসের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে বলে জানায়।

আরও পড়ুন: ভারতে নামাজরত বিদেশি শিক্ষার্থীদের ওপর উগ্রবাদীদের হামলা

টেলিগ্রামে ইংরেজিতে প্রকাশিত এক বার্তায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালটির ভেতরে যেই নড়াচড়া করছে তাকেই স্নাইপাররা গুলি করছে। রাত ২টার সময় শুরু হওয়া এই হামলায় অনেকেই শহীদ হয়েছেন।

আল জাজিরা অ্যারাবিকের একজন সাংবাদিকের দেয়া তথ্যমতে, হাসপাতালটির সার্জিক্যাল ভবনে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে আগুন ধরে গেছে।

ফিলিস্তিনি লেখক ইমাদ জাকুতের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধি ইসমাইল আল ঘুলকে হাসপাতালের ভেতর থেকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের আগে ঘুলকে বেধড়ক পেটানো হয়েছে এবং তার সাথে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ইসরায়েলি বাহিনী হাসপাতালে পরিচালিত অভিযানে নিজেদের একজন সৈন্যের নিহত হওয়ার কথা জানিয়েছে। ২০ বছর বয়সী স্টাফ আর্জেন্ট মাতান ভিনোগ্রাদোভের মৃত্যুর ফলে গাজায় পরিচালিত হামলায় এ পর্যন্ত মোট ২৫০ জন ইসরায়েলি সৈন্যের মৃত্যু হলো।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক