আদালত চত্বরে বিচারপ্রার্থীকে কোপানোর ঘটনায় ৫ জন রিমান্ডে 

বিচারপ্রার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

আদালত চত্বরে বিচারপ্রার্থীকে কোপানোর ঘটনায় ৫ জন রিমান্ডে 

নাটোর প্রতিনিধি:

নাটোর দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেপ্তারকৃত ৫ জনকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্তি চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই আদেশ প্রদান করেন।

মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্বরে বিচারপ্রার্থী রাতুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।  

ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭), সোহাগকে (৩০) হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবী গ্রেপ্তারকৃতদের জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন আদালত।  

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ পূর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্বরে বিচারপ্রার্থী রাতুল নামে এক যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনার দিনই পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

পরে নাটোর সদর থানার মাধ্যমে আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

news24bd.tv/কেআই