অবন্তিকার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের যৌন হয়রানির অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত শিক্ষক প্রভাষক ইমন

অবন্তিকার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার গোয়েন্দা পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরেক শিক্ষার্থী। তার অভিযোগ, শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পঙ্গু করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাকে। পরীক্ষায় ফেলও করানো হয়েছে।

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নানা ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, অবন্তিকার আত্মহত্যার মামলায় সহপাঠি আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ডে পিাঠিয়েছেন কুমিল্লার আদালত।

এদিকে বিচার দাবিতে দুই দিন ক্লাস বন্ধ রেখে শোক পালনের ঘোষণা দিয়েছে আইন বিভাগ।

অবন্তিকা আত্মহত্যার ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে বিভিন্ন কর্মসূটি পালন করছে শিক্ষার্থীরা।


তার মৃত্যুর কারণে শোক ঘোষণা করে দুই দিন পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করেছে আইন বিভাগ।

সোমবার শোক মিছিল শেষে মানববন্ধন করেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কিছু কিছু শিক্ষক নিজেদের প্রভু ভাবেন, কথামতো না চললেই পড়তে হয় রোষানলে।

এসব অভিযোগ নিয়ে জানতে যোগাযোগ করা হয় শিক্ষক ইমনের সঙ্গে। যদিও বিষয়টি বানোয়াট বলে দাবি তার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত শিক্ষক প্রভাষক ইমন বলেন, ২০১৯ সালের একটা মিথ্যা ঘটনা দিয়ে, এই মেয়েটি অভিযোগ করছিল, তার অভিযোগ মিথ্যা, মিথ্যা রটনা রটাচ্ছে। এটা আমার নজরে এসেছে। এটা নিয়ে প্রতিবাদ করবো। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলি ও তদন্ত কমিটি আছে, তাদের আমি অবগত করছি, এটা একটা মিথ্যাচার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম বলেন, সবই তার জানা তবে বিশ্ববিদ্যারয় বন্ধের মারপ্যাঁচে করা হয়ে ওঠেনি তদন্ত। প্রতিটি কেস আমি দেখছি এবং যে অভিযুক্ত শিক্ষক, তার কাছ থেকে যা যা কাগজপত্র পাওয়া গেছে সে নিয়ে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে সভা করা হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখন ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক