উত্তরের ট্রেনে শিডিউল বিপর্যয় থাকতে পারে সারাদিন

সংগৃহীত ছবি

উত্তরের ট্রেনে শিডিউল বিপর্যয় থাকতে পারে সারাদিন

নিজস্ব প্রতিবেদক

উত্তরের ট্রেনের শিডিউল বিপর্যয় মঙ্গলবার (১৯ মার্চ) সারাদিনই থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা। এ শিডিউল বিপর্যয় সারাদিন থাকতে পারে।

স্টেশন মাস্টার আরও বলেন, আজা সারাদিন শিডিউল বিপর্যয় থাকলেও তবে আগামীকাল বুধবার (২০ মার্চ) থকে এ বিপর্যয় কেটে যাবে।

সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় থে‌কে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকার ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।

এরপর উদ্ধারকারী ট্রেন গিয়ে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তাই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক হাজার যাত্রী।

রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে ৫ ঘণ্টা দেরি হওয়ায় সৃষ্টি হয় এই শিডিউল বিপর্যয়। এর ফলে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে আরও বেশ কয়েকটি উত্তরবঙ্গের ট্রেন।

news24bd.tv/FA