সমুদ্রের গভীরে চীন কী লুকিয়ে রেখেছে?  

সমুদ্রের গভীরতলে অস্ত্র রাখার জায়গা-ছবি রেডডিট থেকে পাওয়া ।

সমুদ্রের গভীরে চীন কী লুকিয়ে রেখেছে?  

অনলাইন ডেস্ক

তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আজকাল শোনা যায়। একচ্ছত্র মহাপরাক্রমশালী হয়ে উঠছে চীন একথাও শোনা যায়। কিন্তু সাউথ চায়না মর্নিং পোস্টে যে খবর জানানো হয়েছে তা চমকে যাওয়ার মতোই। চীনের ‘শেনিয়াং ইনস্টিটউট’-এর একটি টিম একটি প্রজেক্টে কাজ করছে যে প্রজেক্টের কাজ হচ্ছে সাগরের নিচে গভার তলে কিছু অস্ত্র মজুদ রাখা।

 
এই গোপন অস্ত্র বা সিস্টেমের নাম দেওয়া হয়েছে 'অ্যাবিস' (Abyss)।  
ইতোমধ্যে অস্ত্র রাখার জায়গাও তৈরি করা হয়েছে সমুদ্রের নিচে। চীনা নৌবাহিনী যে কোনো প্রয়োজনে সেখান থেকে অস্ত্র তুলে ব্যবহার করতে পারবেন। মনে করা হচ্ছে চীনা নৌবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।
 

ওই ইন্সটিটিউট জানায়,ওই সিস্টেম ১১ হাজার মিটার বা ৩৬ হাজার ফুট নীচে কাজ করতে পারে কি না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে এখন। তবে আসলে যে অস্ত্রটি সেনাবাহিনী ব্যবহার করবে, সেটি আকারে আরও বড় হবে। এটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে দিনের পর দিন সমুদ্রের তলায় পড়ে থাকলেও কোনও ক্ষতি হবে না।

news24bd.tv/ডিডি