একযোগে ৮৭ ব্যক্তিকে অপহরণ নাইজেরিয়ায়

নাইজেরিয়ায় অপহরণকারীদের দাপটে সাধারণ মানুষের প্রতিবাদ (সংগৃহীত ছবি)

একযোগে ৮৭ ব্যক্তিকে অপহরণ নাইজেরিয়ায়

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নতুন করে অন্তত ৮৭ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ জানিয়েছে, বেশ কিছু বন্দুকধারীরা এসে তাদের অপহরণ করে। এর আগে চলতি মাসের শুরুতে নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২৮৬ জন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাকে অপহরণ করে একটি সশস্ত্র দল।

নাইজেরিয়ান কর্মকর্তারা জানান, সোমবার (১৮ মার্চ) নতুনভাবে হামলা হয়েছে কাদুনা রাজ্যের কাজুরু এলাকায়।

এ সময় অপহরণকারীদের মধ্যে নারী ও শিশু ছিলেন বলেও জানা গেছে।

এদিকে কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেন, কাজুরুতে গণ-অপহরণের ঘটনাটি ঘটেছে রোববার রাতে। অপহৃত গ্রামবাসীদের উদ্ধারে নিরাপত্তা এজেন্ট মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় অপহরণকারী চক্রগুলো দস্যু বাহিনী হিসেবে পরিচিত।

তারা নিয়মিত গ্রামে লুটপাট চালায়। এর মধ্যে নাইজেরিয়ার নাইজেরিয়ায় উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে তারা মুক্তিপণের জন্য লোকজনকে গণহারে অপহরণ করে।

জাতিসংঘ থেকে জানানো হয়েছে, ওইসব এলাকায় সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে এসব হামলা বন্ধে নাইজেরিয়ান প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর ওপর চাপ বাড়ছে।

news24bd.tv/এসসি