২০২৩ সালে গ্রিসে বৈধ হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি

২০২৩ সালে গ্রিসে বৈধ হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি

অনলাইন ডেস্ক

তিন হাজার ৪০৫ জন বাংলাদেশি নাগরিক সর্বশেষ বৈধ নাগরিক হয়েছেন।  গতবছরের শুরুতে তারা বৈধ হওয়ার আবেদন করেছিলেন। এর আগে অবৈধভাবে থেকে কাজ করছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর তাদের বৈধতা দেওয়া হয়।

এই তথ্য জানিয়েছে ইনফো ইমিগ্রেশন।  
এথেন্স-ঢাকা সমঝোতা স্মারক চুক্তির ভিত্তিতে এটি হয়েছে।  
ইনফো ইমিগ্রেশনের তথ্যমতে, শর্ত হিসেবে আবেদনকারীকে ন্যূনতম দুই বছর মেয়াদি বাংলাদেশি পাসপোর্ট, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে থেকে গ্রিসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয়তার প্রমাণ জমা দেয়ার বাধ্যবাধকতা দেয়া হয়।  
অনিয়মিত অভিবাসীদের এথেন্সে বাংলাদেশি দূতাবাসে প্রাথমিক নিবন্ধন পরবর্তীতে গ্রিক সরকারের অনলাইন প্লাটফর্মে আবেদন করার নিয়ম রাখা হয়।
 
গ্রিক কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, সমঝোতা চুক্তির আওতায় ২০২৩ সালে নিয়মিতকরণের জন্য আবেদন করেছেন মোট ১০ হাজার ৩৩৭ জন অনিয়মিত বাংলাদেশি।
গত বছর প্রাক-নিবন্ধনকারী ব্যক্তিদের মধ্যে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধতার জন্য আবেদন করেছেন ১১৩ জন অনিয়মিত বাংলাদেশি।  
এছাড়া, মোট আবেদনের মধ্যে বিবেচনাধীন আছে পাঁচ হাজার ৯১০টি আবেদন।  

news24bd.tv/ডিডি