বাড়ি হস্তান্তর করতে সালাম মুর্শেদীকে সময় বেঁধে দিলো হাইকোর্ট

বাড়ি হস্তান্তর করতে সালাম মুর্শেদীকে সময় বেঁধে দিলো হাইকোর্ট

অনলাইন ডেস্ক

আলোচিত-সমালোচিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে গণপূর্ত সচিবের কাছে হস্তান্তর করার নির্দেশ হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুদককে স্বাধীনভাবে তদন্ত করতে বলেছেন হাইকোর্ট।

এর আগে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১৩ মার্চ জানান, আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি সরকারের পরিত্যক্ত সম্পত্তি। ওই একই দিনে সালাম মুর্শেদীর আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, দুদকসহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টে এটা প্রমাণিত যে, সালাম মুর্শেদীর বাড়ি সরকারের সম্পত্তি। এই সম্পত্তি তিনি কিভাবে পেলেন বা কিভাবে তার কাছে হস্তান্তর করা হলো, এটা আমাদের দেখতে হবে।

এরপরই আদালত সালাম মুর্শেদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ি নিয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৮ মার্চ ধার্য করেন।

news24bd.tv/এসসি