প্রতিবেশী রাষ্ট্রের জন্য দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত : গয়েশ্বর

ফাইল ছবি

প্রতিবেশী রাষ্ট্রের জন্য দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় পণ্য বর্জনের যে জোয়ার বাংলাদেশে উঠছে, সেটা সামাল দিতে সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দুই হাজার আট সাল থেকে জনগণ প্রতারিত হচ্ছে। তারা ভোট দিতে পারছে না।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

গয়েশ্বর বলেন, জনগণ বিশ্বাস করে প্রতিবেশী রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ সুখে নেই দাবি করে তিনি আন্দোলনের  বিজয় অর্জনে প্রত্যক্ষ যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক