ব্র্যান্ডের লোগো লাগিয়ে নকল মালামাল বিক্রি করায় জরিমানা

ব্র্যান্ডের লোগো লাগিয়ে নকল মালামাল বিক্রি করায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী মাইজদী সুপার মার্কেটে ভালো ব্র্যান্ডের লোগো লাগিয়ে প্যাকেটসহ শার্ট ও পাঞ্জাবি বিক্রির অভিযোগে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।

নোয়াখালী সুপার মার্কেটে চতুর্থ তলায় ৯ নম্বর দোকানসহ এফএন্ডএফ ফ্যাশনসহ দুটি দোকানে এসব নকল কাপড় বিক্রি করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাঁচশত নকল ব্র্যান্ডের প্যাকেট জব্দ করা হয় এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

নকল ব্র্যান্ডের প্রস্তুতকারী দোকানের মালিক অপরাধ শিকার করেন।

এ সময় সুপার মার্কেটের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান সত্যতা শিকার করে বলেন, যারা নকল ব্র্যান্ডের মালামাল বিক্রির নামে মার্কেটের সুনাম নষ্ট করেছে, তাদের বিচার হওয়া উচিত।

news24bd.tv/কেআই