যুবলীগ কর্মীকে পিটিয়ে কাউন্সিলর টিনু কারাগারে

কাউন্সিলর নুর মোস্তফা টিনু

যুবলীগ কর্মীকে পিটিয়ে কাউন্সিলর টিনু কারাগারে

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর (চকবাজার) ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিশান চাকমা।

নিশান জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকায় গত ৩ মার্চ মেহেদী হাসান রাকিব (৩৩) নামে যুবলীগ কর্মীকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

ওই রাতেই তিনি কাউন্সিলর টিনুসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার রাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী।

রনি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক