পশ্চিমবঙ্গের ৪২ টি কেন্দ্রের মধ্যে ৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভারতের নির্বাচন কমিশন অফিস

লোকসভা নির্বাচন

পশ্চিমবঙ্গের ৪২ টি কেন্দ্রের মধ্যে ৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ৬টি কেন্দ্রকে ‘ফিনান্সিয়ালি সেনসিটিভ’ অর্থাৎ, ‘আর্থিকভাবে স্পর্শকাতর ‘ হিসাবে চিহ্নিত করেছে।
এই ৬ কেন্দ্রে ভোটারদের অর্থ দিয়ে প্রভাবিত করা হয়। মদ খাওয়ানো হয়। বিভিন্ন আর্থিক প্রলোভনের ফাঁদে ফেলা হয়।

সেজন্যে এই ৬টি কেন্দ্রের প্রতি বিশেষ নজর রাখবে নির্বাচন কমিশন।  
কেন্দ্রগুলো হচ্ছে, দার্জিলিং, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর ।
টিভিনাইন অনলাইনের খবরে বলা হয়, মঙ্গলবার ( ১৯ মার্চ) লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদর্শ আচরণ বিধি কার্যকরসহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার আগেই বলে দিয়েছিলেন, ভোট নজরদারিতে এবার ইডি-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করা হবে। নির্বাচনে  কোনওভাবেই অর্থশক্তিকে বরদাস্ত করা হবে না । রাজ্যে যতগুলো হেলিপ্যাড, বিমানবন্দর রয়েছে, সেখানে কড়া নজরদারি থাকবে কমিশনের তরফ থেকে।  

news24bd.tv/ডিডি