রোজার মধ্যে যানজটে নাকাল সিলেটবাসী

যানজটে নাকাল সিলেটবাসী (সংগৃহীত ছবি)

রোজার মধ্যে যানজটে নাকাল সিলেটবাসী

অনলাইন ডেস্ক

রাস্তা প্রশস্তকরণসহ কালভার্ট তৈরির কাজ চলছে সিলেট মহানগরের ব্যস্ততম এলাকাগুলোতে। এতে করে যানজটের যন্ত্রণা তীব্রতর হচ্ছে সিলেট মহানগরে। আর রোজার সময়ে ইফতারের আগ মুহূর্তে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট আরও চরম আকার ধারণ করে।

মানুষকে দীর্ঘ সময় গণপরিবহনে অপেক্ষা করতে হয়।

অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তায় ইফতার করেন।

সংশ্লিষ্টরা বলেছেন, অফিস শেষে কর্মজীবী মানুষের সঙ্গে অন্যরা ঘরে ফিরতে শুরু করলে রাস্তায় যানবাহনের চাপ বেড়ে যায়। পাশাপাশি ইফতারের দোকানগুলোতে থাকে মানুষের উপচে পড়া ভিড়।

টিলাগড়ের বাসিন্দা নোমান জানান, অফিস শেষে বিকেলে বাসায় ফিরেন তিনি।

কিন্তু প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে বন্দরবাজার থেকে শিবগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানযটে পরতে হয়ে তাকে। অনেক সময় রাস্তায় ইফতার করতে হয় তাকে।

স্থানীয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানান, রোজার মাসে ইফতারের আগমুহূর্তে সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। রিকশা এবং পথচারীদের রাস্তা পারাপারে অন্য গাড়িগুলো ধীরগতিতে চলছে।

news24bd.tv/এসসি