এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন 

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন 

অনলাইন ডেস্ক

উদ্বোধনের ছয় মাস পর খুলে দেওয়া হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার (এফডিসি) অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র‍্যাম্প।

আজ বুধবার (২০ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই র‍্যাম্প দিয়ে যান চলাচলের উদ্বোধন করেছেন।

এই র‍্যাম্প চালুর ফলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।

র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়।

ওই অংশে সব মিলিয়ে ১৫টি র‍্যাম্প ছিল। এবার খুললো ষোড়শ র‍্যাম্প।

news24bd.tv/SHS

সম্পর্কিত খবর