ভোক্তারা এক হলে সিন্ডিকেট ভেঙে দেয়া সম্ভব : ক্যাব

প্রতীকী ছবি

ভোক্তারা এক হলে সিন্ডিকেট ভেঙে দেয়া সম্ভব : ক্যাব

নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া সকল পণ্যের দাম কমাতে বাজারে অভিযান বৃদ্ধির দাবি জানিয়েছেন কনসিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)৷ 

বুধবার (২০ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে রমজান মাসে সঠিক ওজন ও ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য সচেতনতামূলক ক্যাম্পেইনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, জবাবদিহিতার অভাবেই বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। যারা এমন করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। এসময়, ভোক্তা সিন্ডিকেট করার আহবান জানান বক্তারা।

তারা আরও বলেন, যেই পণ্যের দাম বাড়বে সেই পণ্য না কেনার সিন্ডিকেট গড়তে পারলে বাজার সিন্ডিকেটদের থামানো যাবে। ভোক্তারা একত্রিত হলে সিন্ডিকেট ভেঙে দেয়া সম্ভব৷

এছাড়াও ওষুধের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য পৃথক একটি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠন করার দাবি জানান ক্যাবের নেতারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক