অভিনেতা থেকে পরিচালক হচ্ছেন বোমান ইরানি

অভিনেতা বোমান ইরানি (সংগৃহীত ছবি)

অভিনেতা থেকে পরিচালক হচ্ছেন বোমান ইরানি

অনলাইন ডেস্ক

বলিউডে বোমান ইরানি সুখ্যাতি কুড়িয়েছেন বহু সিনেমা দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্‌’। কিন্তু এবার এক নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরতে চলেছেন বোমন ইরানি।

পরিচালক হিসেবে বোমানের আত্মপ্রকাশ করার কথা ছিলো আগে থেকেই।

ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘দ্য মেহতা বয়েজ’ নামে একটি সিনেমা। এই সিনেমাটিই পরিচালনা করেছেন বোমান। প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ‘ভাইরাস’-খ্যাত এই অভিনেতা। সিনেমাতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছেন।

এই সিনেমাতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধুরি। প্রথম পরিচালনা বিষয়ে বোমান জানান, অনেক বছর আগে এই সিনেমার একটি গল্প প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু পরিচালনা যে কঠিন কাজ তা এখন বুঝতে পারছি।

তবে নিজেকে এখনো সিনিয়র অভিনেতা বলতে নারাজ ৬৪ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানিয়েছেন, সিনিয়র অভিনেতা কথাটা বললে সবাই ভাববে আমার অবসরের সময় এসে গেছে। অথচ আমি এখনো নিজেকে আবিষ্কার করছি।  

নির্মাতারা জানিয়েছেন, পিতা-পুত্রের সম্পর্কের গল্প বলবে ‘দ্য মেহতা বয়েজ’।

news24bd.tv/এসসি