সুবর্ণচরে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সুবর্ণচরে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাং সদস্যদের হামলা-ভাঙচুরের ঘটনায় রাকিব নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।  

জানা যায়, ঘটনার দিন শনিবার রাতে খবির উদ্দিনের নেতৃত্বে ভাড়াটে কিশোর গ্যাং সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে।

এ সময় প্রতিবাদ করলে মো. ফয়সাল আহাম্মদ নামে একজনকে তারা কুপিয়ে জখম করে।  

এ ঘটনায় দোকানের মালিক আকবর হোসেন বিপ্লব বাদী হয়ে খবির উদ্দিন, বাপ্পি, রাজু, রাকিব, দ্বীন ইসলাম, নাজিম, ফিরোজ, আরমান, ফরহাদ, রিপনসহ ১০ জনের বিরুদ্ধে চর জব্বর থানায় মামলা দায়ের করেন।  

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি মেম্বার হাবিব উল্যাহ বাহার পলাশ বলেন, এই কিশোর গ্যাং সদস্য এদেরকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জ্বালায় সবাই অতিষ্ঠ।

 পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, এই ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় রাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা হয়েছে।  

news24bd.tv/কেআই