যৌন নীপিড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

যৌন নীপিড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মিঠুন গোস্বামী, রাজবাড়ী: 

'যৌন নীপিড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গন চাই' এই প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলাম কর্তৃক আত্মহত্যার প্ররোচনার ঘটনায় মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার বেলা ১২ টা থেকে ঘণ্টা ব্যাপী রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ রাজবাড়ী শাখার বিভাগীয় সংগঠক লাইলী নাহারের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, এ্যাড. নাজমা সুলতানা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ফারজানা মহুয়া, মৌসুমী সাথী।

বক্তারা বলেন, নারী এখনো কোথাও নিরাপদ নয়।

উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েও তাকে নীপিড়নের শিকার হতে হয়। তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।  

বক্তারা আরও বলেন,' শিক্ষক যখন নীপিড়ক হয় তখন এই নিপীড়কদের দমনে কঠোর এই করা উচিৎ।

news24bd.tv/কেআই