বাড়ি নিলামে কিন্তু কিনতে চাইছেন না কেউ 

অং সান সু চির বাড়ি

বাড়ি নিলামে কিন্তু কিনতে চাইছেন না কেউ 

অনলাইন ডেস্ক

আজ বুধবার ( ২০ মার্চ) মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছিল। প্রারম্ভিক দাম ধরা হয়, ৯ কোটি ডলার। কিন্তু কেউ এই নিলামে অংশ নেননি। অংশ না নেওয়ার পেছনের কারণ হিসেবে জানা গেছে , সুচির প্রতি ভালবাসা।

তাই টাকা থাকলেও কেউ এ বাড়ি কিনে সুচিকে অপমানিত করতে চাননি।  
ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির পারিবারিক এ বাড়িটি প্রায় ১ দশমিক ৯২ একর জমির ওপর। বাড়ির সামনে লন রয়েছে। পেছনে বাগান।
গাছপালা পরিবেষ্টিত বাড়িটি সুন্দর।  
তবে এ বাড়িটির মালিকানা নিয়ে সু চির সঙ্গে তার বড় ভাই অং সান এর বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে বহু আগেই। আইনি লড়াইয়ের পর মিয়ানমারের সুপ্রিম কোর্ট বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন। কিন্তু কেউই এগিয়ে আসেননি।  
অং সান সু চি দীর্ঘদিন থেকে কারাগারে রয়েছেন।  

news24bd.tv/ডিডি