চলতি বছরই চালু হবে কমোডিটি এক্সচেঞ্জ

চলতি বছরের মধ্যেই দেশে চালু হবে কমোডিটি এক্সচেঞ্জ।

চলতি বছরই চালু হবে কমোডিটি এক্সচেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মধ্যেই দেশে চালু হবে কমোডিটি এক্সচেঞ্জ। বুধবার (২০ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর কাছে সনদ হস্তান্তর করা হয়। এ সময় কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করা সম্ভব বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জের সনদ পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই।

বুধবার বিকেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাছে সনদ হস্তান্তর করে পুঁজিবাজার ও কমোডিটি এক্সচেঞ্জের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

আরও পড়ুন: এভিয়েশন শিল্পে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিতে চায় জার্মানি

সনদ পেয়েই সিএসই চেয়ারম্যান জানান, চলতি বছরেই চালু হবে কমোডিটি এক্সচেঞ্জ। এতে নিশ্চিত হবে পণ্যের গুণগত মান।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কমোডিটি এক্সচেঞ্জ।

সংশ্লিষ্টরা বলছেন, কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে বন্ধ হবে অর্থপাচার ও রাজস্ব ফাঁকি দেয়ার প্রবণতা।

news24bd.tv/ab