ডিসেম্বরেই চালু হবে বিশেষায়িত বাস সেবা: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডিসেম্বরেই চালু হবে বিশেষায়িত বাস সেবা: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

আগামী ডিসেম্বর মাস থেকে বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পে বিশেষায়িত বাস সেবা চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২০ মার্চ) রাজধানীর সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে নামার র‍্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিআরটি প্রকল্পে সরকারের কোনো গাফিলতি নেই। ডিসেম্বরে ভারত থেকে বিশেষায়িত বাস চলে আসবে।

এরপরই এ প্রকল্পের সুফল পাবে মানুষ। কাজ হচ্ছে না এ কথা বলার সুযোগ নেই। ডিসেম্বরেই চালু হবে এই প্রকল্প। ভারত থেকে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে চূড়ান্ত আলোচনা  চলছে।
তাদের নির্বাচনের কারণে দেরি হচ্ছে।

আরও পড়ুন: অন্যের স্ত্রীকে দেখে গান গাওয়ায় প্রাণ গেলো যুবকের

সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচলের বিষয়ে কাদের বলেন, এই গাড়িগুলো অনেকদিন ধরেই সড়কে চলছে। আমি কী মন্ত্রী হয়ে গাড়ি রং করব? এসকল বাস বন্ধ করে সবার আগে সাংবাদিকরাই প্রতিবাদ করবেন। এগুলো আমি চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু নতুন বাস যুক্ত না করে এগুলো বন্ধ করলে জনগণের কষ্ট বাড়বে।

সারা দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১২ বছরে আমরা প্রচুর কাজ করেছি। আমাদের অপবাদ দেবেন না।

news24bd.tv/ab