ডিপফেক ভিডিওর ফলে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ৯১ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছেন ইতালির প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ডিপফেক ভিডিওর ফলে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ৯১ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছেন ইতালির প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি দেশটিতে জনপ্রিয়। রাজনীতিতে অংশ নেওয়ার আগে একসময় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাকে নিয়ে ইতালিরে এক বাবা ও ছেলে একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে  ছেড়ে দেন যা আসলে ডিপফেক।

 
ভিডিওটি নকল হলেও ব্যাপক জনপ্রিয় হয়। এই ভিডিও একসময় নজরে আসে জর্জিয়া মেলোনির। এটি দেখার পরপরই তিনি এই ক্ষতিপূরণ দাবি করেন।  
বিবিসির প্রতিবেদন অনুযায়ী,ইতালির  পুলিশ, যে স্মার্টফোনটি ব্যবহার করে ডিপফেক ভিডিও  তৈরি করা হয়েছিল এবং আপলোড করা হয়েছিল, সেই ফোনটি ট্র্যাক করে সন্দেহভাজনদের শনাক্ত করে।
তদন্তে দেখা যায়, ২০২২ সালে ভিডিও আপলোড করা হয়েছিল। এর অর্থ, সেই সময় জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রীর পদে ছিলেন না। অপরাধী ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জর্জিয়া মোলেনি।
আগামী জুলাই মাসে ইতালির এক আদালতের এই মামলার সাক্ষ্য দেবেন ইতালির প্রধানমন্ত্রী।  জর্জিয়া মেলোনি বলেন,  ক্ষতিপূরণের এই দাবিটি ‘প্রতীকী’। ক্ষতিপূরণের অর্থ তিনি নিজে ব্যবহার করবেন না। পুরুষদের হিংসার শিকার হওয়া নারীদের সাহায্যার্থে পুরো টাকাটাই তিনি দান করবেন।  
তবে এখনও অপরাধী সাব্যস্ত না হওয়ায় সেই বাবা ও ছেলের নাম প্রকাশ করা হয়নি।  

news24bd.tv/ডিডি