ফরিদপুরে নাশকতা মামলায় বিএনপির চার নেতা কারাগারে

সংগৃহীত ছবি

ফরিদপুরে নাশকতা মামলায় বিএনপির চার নেতা কারাগারে

অনলাইন ডেস্ক

নাশকতা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো চার নেতা হলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক এ.জেড.এম. মুনির, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মোহা. মামুন অর রশিদ মামুন।

তিনি বলেন, 'ঢাকার মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন বিএনপির ওই চার নেতা। ৬ সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। '

দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি তারা।

news24bd.tv/কেআই