চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন

কাপড়ের গুদামে আগুন

ডেমরায় কাপড়ের গুদামে আগুন

চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন

অনলাইন ডেস্ক

রাতভর চেষ্টা করেও রাজধানীর ডেমরার কাপড়ের গুদামের আগুন নেভানো যায়নি। গুদামের ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে পানির অভাবে আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে ভোর সাড়ে ৬টার দিকে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে, ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, আগুন চারিদিক থেকে আটকে দেওয়া হয়েছে। আগুন আর বৃদ্ধি পাওয়ার সুযোগ নেই। তবে আগুন নেভাতে আরও সময় লাগবে।  

অপরদিকে আগুন নেভাতে নৌবাহিনীর দুটি ইউনিট যোগ দিয়েছে বলে জানা গেছে।

      

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

news24bd.tv/আইএএম

 

এই রকম আরও টপিক