সিলেট টেস্টে টসে জয় বাংলাদেশের, নাহিদ রানার অভিষেক

কয়েন টসে দুই দলের অধিনায়ক (মাঝে)

সিলেট টেস্টে টসে জয় বাংলাদেশের, নাহিদ রানার অভিষেক

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হক শান্ত। এ টেস্ট দিয়েই জাতীয় দলে অভিষেক হচ্ছে গতির ঝড়ে আলোড়ন তোলা পেসার নাহিদ রানার।  

আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন পেসার রেখে লঙ্কানদের বিপক্ষে একাদশ সাজিয়েছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট।

নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।  

ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের পরিবর্তে এ টেস্টে কিপিং সামলাচ্ছেন লিটন দাস।  

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ।  

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্ডিমান, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।

news24bd.tv/SHS