টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত

টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত

অনলাইন ডেস্ক

চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এবার জানা গেল, নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দলও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজটি আয়োজিত হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও নারী উইংসের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

তবে এ সিরিজের ব্যাপারে আপাতত বিস্তারিত কিছু বলেননি নাদেল। কেননা সিরিজটি শুধু টি২০ না হয়ে পূর্ণাঙ্গও হতে পারে। এ ব্যাপারে খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোর্ডের এই পরিচালক।

নাদেল বলেন, ভারত আসবে, তারা বিশ্বকাপের আগেই আসবে।

আমাদের এখানে তারা একটি সিরিজ খেলবে। সেটা পূর্ণাঙ্গ কি-না, এখনও জানানো হয়নি। আমরা জানিয়ে দিবো। ভেন্যু এবং কতোগুলো ম্যাচ হবে আমরা জানিয়ে দেব।

মূলত, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলতে আগ্রহী ভারত।

এর আগে, গত বছরের জুলাইতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে ভারত। ঘরের মাঠে ভারতকে একটি ওয়ানডে ও একটি টি২০তে হারায় বাংলাদেশ। সেবার টি২০ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে (এক ম্যাচ টাই হয়)।

news24bd.tv/SHS