জাপানের ২৮ তলা বিল্ডিংয়ে ভূমিকম্পের বর্ণনা দিলেন রাজামৌলির ছেলে

রাজামৌলি ও তার ছেলে কার্তিকেয় জাপানে অবস্থানকালে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হন (ছবি: হিন্দুস্থান টাইমস)

জাপানের ২৮ তলা বিল্ডিংয়ে ভূমিকম্পের বর্ণনা দিলেন রাজামৌলির ছেলে

অনলাইন ডেস্ক

জাপান বরাবরই একটি ভূমিকম্পপ্রবণ দেশ। জাপানের জনগণ সবসময় মানসিকভাবে ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকেন। কিছুদিন আগে জাপানে গিয়েছিলেন ভারতের নন্দিত নির্মাতা এস এস রাজামৌলি। তারই বহুল আলোচিত ‘আরআরআর’ সিনেমার প্রদর্শনী আয়োজন করা হয়েছিলো জাপানে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রাজামৌলির ছেলে কার্তিকেয় সেই ভূমিকম্পের অভিজ্ঞতার কথা জানান।

কার্তিকেয় লেখেন, আমরা ওখানে থাকা অবস্থায় হাতের স্মার্টঘড়িতে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছিলো। ‘২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প, সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে।

ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে। ’ সেই স্মার্টঘড়ি সম্বলিত ছবি পোস্ট করেন কার্তিকেয়। সেই পোস্টকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ জানান রাজামৌলির ভক্ত-অনুরাগীরা।

তবে রাজামৌলি সুরক্ষিত আছেন বলেও তার ছেলে জানিয়েছেন।  অনেকে নিজেদের শুভকামনাও ব্যক্ত করেছেন।

‘আরআরআর’-এর জাপানি পরিবেশক সংস্থা জানিয়েছে, গত ১৮ মার্চ টোকিওর দুটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে। এর আগে প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ ছিলো। ভক্ত-অনুরাগীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত।

news24bd.tv/SC