পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

অনলাইন ডেস্ক

রাজধানীর লালবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে পানির অভাবে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়েও জানা যায়নি।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে।

এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় ৯টি ইউনিট।

স্থানীয়রা বলছেন, ভবনটিতে প্লাস্টিকের কারখানা ছিল বলেই জানতেন তারা৷ আগুন লাগার শুরুতেই ভবনে থাকা শ্রমিকরা নিরাপদে বের হয়ে আসেন। তবে, ভবনটি সরু গলিতে থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

news24bd.tv/আইএএম