ইফতারে বানিয়ে ফেলুন রাশিয়ান সালাদ, রইলো রেসিপি 

ইফতারে বানিয়ে ফেলুন রাশিয়ান সালাদ, রইলো রেসিপি 

অনলাইন ডেস্ক

দেশি হরেক রকমের সালাদ তো অনেক খেয়েছেন। এবার নতুন স্বাদের রাশিয়ান সালাদ বানিয়ে দেখতে পারেন। বানাতে অল্প সময় লাগে। নিম্নে দেখে নিন রেসিপি-

উপকরণ

মেয়নেজ, ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়ো, ব্রাউন সুগার, লবণ।

সবজির মধ্যে লাগবে সেদ্ধ আলু, গাজর, মটরশুঁটি। ফল হিসেবে নিতে পারেন আপেল, আঙুর, আনারস, কলা। আর লাগবে সেদ্ধ ডিম।

প্রস্তুত প্রণালি

এক কাপ মেয়নেজের সঙ্গে ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে ফ্লাফি বানিয়ে নিতে হবে।

তারপর সেদ্ধ করা আলু, গাজর কিউব করে কেটে নিতে হবে। মিশিয়ে নিতে হবে মটরশুঁটিগুলোও। আপেল, আঙুর, আনারস, কলা কিউব করে কেটে নিতে হবে। এতে ছড়িয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। এতে করে ফলের রং অটুট থাকবে। দুটো ডিম সেদ্ধ করে কিউব করে কেটে নিতে হবে। সবশেষে আগেই বানিয়ে রাখা ফ্লাফির সঙ্গে কেটে রাখা ফল, সবজি ও ডিম মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘণ্টা। সহজে তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ।

news24bd.tv/TR