দেশে কর্মহীন ৩৯.৮৮ শতাংশ, বড় অংশই নারী

প্রতীকী ছবি

দেশে কর্মহীন ৩৯.৮৮ শতাংশ, বড় অংশই নারী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই- দেশে এমন জনগোষ্ঠী এখন ৩৯.৮৮ শতাংশ। যার বড় অংশই নারী (৬০.৮৫%)। একইসাথে দেশের কর্মসংস্থান বা অভিবাসন প্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। শতাংশের হিসাবে যা ৮.৭৮।

এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো - বিবিএসের হালনাগাদ তথ্যে।

রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭২.৯২ মিলিয়ন। যেখানে নারী ৮৮.৩৭ মিলিয়ন এবং পুরুষ ৮৫.১৫ মিলিয়ন।

এই জনসংখ্যার অর্ধেকের বেশি এখন শ্রমশক্তির আওতায়।

তত্ত্বের ভাষায় যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাতাত্ত্বিক বোনাসকালের সুবিধা। বিবিএসের সবশেষ হিসাব বলছে, দেশের কর্মসংস্থান বা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে এখন ৮.৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

নারীর ক্ষমতায়নের বিষয়টিও তুলে ধরে বিবিএস। বছর ব্যবধানে দেড় শতাংশ বৃদ্ধি নিয়ে নারী খানাপ্রধানের হার এখন ১৮.৯%। দুই হাজারের বেশি নমুনা এলাকা থেকে তথ্য নিয়ে বিবিএসের এদিনের প্রতিবেদন।

news24bd.tv/FA