পুঁজিবাজারে আবারও বড় দরপতন

পুঁজিবাজারে আবারও বড় দরপতন

মো. ওয়ালিদ সাকিব

দেশের পুঁজিবাজারে আবারও বড় দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তিন শতাধিক কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে কমেছে সব মূল্য সূচক। পাশাপাশি শেয়ার লেনদেনের পরিমাণও এদিন কমে এসেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪০ দশমিক ৫৪ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৯০১ পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় প্রায় ৩০ কোটি টাকা কম।

এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৪টির শেয়ারের দাম কমেছে।

দাম বেড়েছে ৬৫টির। বাকি ২৮ কোম্পানির শেয়ারের দাম রোববার অপরিবর্তিত ছিল।

news24bd.tv/তৌহিদ