হামাসের শর্তে রাজি হতে তাগিদ, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ইসরায়েলিদের

ইসরায়েলের রাস্তায় বিক্ষোভরত সাধারণ মানুষ (সংগৃহীত ছবি)

হামাসের শর্তে রাজি হতে তাগিদ, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ইসরায়েলিদের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় একদিকে ইসরায়েলের হামলা তীব্রতর হচ্ছে, অন্যদিকে ইসরায়েলি জনগণ হামাসের হাতে জিম্মি নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে। এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল।

এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে। পাশাপাশি তারা ইসরায়েলে এখনই নির্বাচন আয়োজনের দাবিও তুলেছেন।

রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে তেল আবিবের প্রাণকেন্দ্র কাপলান স্কয়ারে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন। এ সময় তারা হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবি জানান বলে শনিবার ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে।

বিক্ষোভকারীরা গাজায় আটক থাকা কয়েক ডজন ইসরায়েলি বন্দির ছবি নিয়ে সমাবেশে অংশ নেয় এবং ‘এখনই নির্বাচন’ বলে স্লোগান দেয়।

একই সময়ে প্রায় ৩০০ জন বিক্ষোভকারী তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সংলগ্ন বিগিন স্ট্রিট বন্ধ করে দেয় বলে ইয়েদিওথ আহরনোথ সংবাদপত্র জানিয়েছে। এসময় তারা ‘১৬৯’ লেখা একটি ব্যানার সামনে তুলে ধরে, যা চলমান যুদ্ধের দিনগুলোর সংখ্যা নির্দেশ করে।

ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের গতি পরবর্তীতে আরও বৃদ্ধি পাবে এবং অন্যান্য এলাকা ও শহরেও ছড়িয়ে পড়বে।

ফিলিস্তিনি সরকারি সূত্র অনুসারে, ইসরায়েল তার কারাগারে কমপক্ষে ৯ হাজার ১০০ জন ফিলিস্তিনিকে বন্দি করে রেখেছে। অন্যদিকে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দির সংখ্যা অস্পষ্ট রয়ে গেছে, কারণ হামাস তাদের সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করেছে।

ইসরায়েলি গণমাধ্যম ২৪০ থেকে ২৫৩ ইসরায়েলি বন্দির গাজায় আটক থাকার কথা বলে থাকে। যার মধ্যে তিনজনকে ইসরায়েল মুক্ত করেছিল এবং ১০৫ জনকে হামাস গত বছরের নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির সময় মুক্তি দিয়েছিল। এছাড়া ইসরায়েলি হামলার কারণে আরও ৭০ জন বন্দির নিহত হওয়ার কথা বলে থাকে হামাস।

আরও পড়ুন: কিয়েভ-লভিভে মুহুর্মুহু হামলা চালাচ্ছে রাশিয়া, পোলিশ আকাশসীমা লঙ্ঘন

উল্লেখ্য, গত জানুয়ারিতে এই আদালতের দেওয়া এক অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলো।  

news24bd.tv/SC