সেনেগালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে

সেনেগালে একটি ভোটকেন্দ্রের সামনে --এএফপি ফাইল ছবি

সেনেগালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে

অনলাইন ডেস্ক

আজ রোববার ( ২৪ মার্চ) সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচন হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি। সেসময় নির্বাচন স্থগিত করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট মাকাই সল। বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছিল।

 
 এ দেশে এই নির্বাচনে নিবন্ধিত ভোটারসংখ্যা প্রায় ৭৩ লাখ। প্রার্থী ১৭ জন। তাঁদের মধ্যে দুজন এগিয়ে। তাঁরা হলেন ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা (৬২) ও প্রতিষ্ঠানবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে (৪৩)েএ দুজনের মধ্যে প্রতিদ্বন্ধিতা চলছে বলে জানা গেছে।
খবর এএফপি।  
আমাদু ও বাসিরু দুজনই একসময় কর পরিদর্শক ছিলেন। কিন্তু এখন তাঁদের মধ্যে খুব কমই মিল আছে বলে মনে হয়। অস্থায়ী ফলাফল আজ রাতেই জানা যেতে পারে। তবে প্রথম আনুষ্ঠানিক ফলাফল আগামী সপ্তাহে পাওয়ার আশা করা হচ্ছে। চূড়ান্তভাবে জয়ী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট মাকাই সলের  স্থলাভিষিক্ত হবেন।  

news24bd.tv/ডিডি