ইফতারির আগে ঝড়বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী 

সংগৃহীত ছবি।

ইফতারির আগে ঝড়বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী 

অনলাইন ডেস্ক

রোববার ( ২৪ মার্চ) সন্ধ্যার নামার আগেই রাজধানীতে ঝড় হয়। ইফতারির ঠিক আগে আগে এ বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন  নগরবাসী। প্রতিটি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ইফতার সংগ্রহকারীরা যেমন তেমনই খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী নিয়ে বসা বিক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়।

পথচারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়।  
আবহাওয়া অফিস অবশ্য আগেই বলেছিল , বৃষ্টি হতে পারে।   রোববার (২৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের ৭ বিভাগে দিনভর বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

news24bd.tv/ডিডি