কূটনীতিকদের কাছে দমন-পীড়নের অভিযোগ করলেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

কূটনীতিকদের কাছে দমন-পীড়নের অভিযোগ করলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে কূটনীতিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়নি। এ সময় ২৮ অক্টোবরের পর বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তোলেন তিনি।  

রোববার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালনে তিনি এ কথা বলেন।

 

ওই কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা। জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

এ সময় ফখরুল আরও বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে চলছে। ভোট ঘিরে বাংলাদেশে গণ-গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল।

 

তিনি কূটনীতিকদের জানান, বিএনপি তাদের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে।

news24bd.tv/আইএএম