রোজার ঈদে সৌদিতে টানা ৬ দিনের ছুটি

রোজার ঈদে সৌদিতে টানা ৬ দিনের ছুটি

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিরত উপলক্ষে সৌদি আরবে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার ৮ এপ্রিল থেকে ছুটি শুরু হয়ে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরের দুই দিন শুক্র ও শনিবার ইতিমধ্যে সৌদি আরবে সপ্তাহান্তিক অবকাশ হিসেবে মনোনীত হওয়ায় দেশটির বাসিন্দারা মূলত মোট ছয় দিনের ছুটি উপভোগ করবেন।

সরকারি ও বেসরকারি, সব খাতের কর্মীরা এ ছুটি উপভোগ করবেন।

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। এতে অধিকাংশ সৌদি কর্মী দীর্ঘ বিরতি উপভোগ করার সুযোগ পাবেন।

গত ১১ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে। ঈদুল ফিতরের মাধ্যমে এ মাস শেষ হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হলে ১০ এপ্রিল এবং ২৯ দিনের হলে ৯ এপ্রিল সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিশ্বব্যাপী ১৮০ কোটিরও বেশি মুসলমান রোজা রেখে রমজান মাস পার করে। এরপর বিশ্বব্যাপী মুসলমানরা আনন্দের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করে। এদিন পরিবার ও বন্ধুদের একত্র হওয়ার, উপহার বিনিময় করার, খাবার ভাগ করে নেওয়ার এবং রমজানে প্রাপ্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সময়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক